জাতীয় ক্রীড়া পরিষদের ১৬ কর্মকর্তা–কর্মচারীকে ক্রীড়া ফেডারেশন থেকে অপসারণ

Photo of author

By Nahid

শেয়ার করুন

পল্টনে অবস্থিত জাতীয় ক্রীড়া পরিষদ ভবন
পল্টনে অবস্থিত জাতীয় ক্রীড়া পরিষদ ভবন ।

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ১৬ কর্মকর্তা– কর্মচারী দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনে বিভিন্ন পদে বসেছিলেন। তাঁদের কেউ কেউ ‘নির্বাচিতও’ ছিলেন। অনেকে ছিলেন সরকারের মনোনীত অ্যাডহক কমিটিতে। এনএসসির এই কর্মকর্তা–কর্মচারীদের আজ সংশ্লিষ্ট ফেডারেশন ও অ্যাসোসিয়েশন থেকে অপসারণ করা হয়েছে। তাঁদের কেউ কেউ এরই মধ্যে এনএসসি থেকে অন্যত্র বদলি হয়ে গেছেন।

এনএসসির সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ‘জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতাবলে সার্বিক প্রেক্ষাপট পর্যালোচনায় নিম্নে বর্ণিত ব্যক্তিবর্গকে তাঁদের নামের পাশে বর্ণিত ফেডারেশন/অ্যাসোসিয়েশন/বোর্ড/সংস্থার স্ব স্ব পদ থেকে নির্দেশক্রমে অপসারণ করা হলো।’

অপসারিত এনএসসি কর্মকর্তা ও কর্মচারীরা হলেন শরীর গঠনের সাধারণ সম্পাদক এনএসসির সাবেক পরিচালক (প্রশাসন) শেখ হামিম হাসান, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য এনএসসির সাবেক পরিচালক (ক্রীড়া) শাহ আলম সরদার , শরীর গঠন ফেডারেশনের সদস্য পাক্ষিক ক্রীড়াজগৎ সম্পাদক মাহমুদ হোসেন খানের নাম উল্লেখযোগ্য।

এ ছাড়া বক্সিং ফেডারেশনের সহসভাপতি এনএসসির অবসরপ্রাপ্ত উপপরিচালক সৈয়দা তাছলিমা আক্তার, বান্দরবান জেলা স্টেডিয়ামের প্রশাসক হিসেবে সদ্য বদলি হওয়া আর্চারি ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক রশিদুজ্জামান সেরনিয়াবাতও আছেন এ তালিকায়। সেরনিয়াবাত সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও ভারোত্তোলন ফেডারেশনের সদস্য ছিলেন। এনএসসির অবসরপ্রাপ্ত উপপরিচালক (রাজশাহী বিভাগ) আয়েশা বেগমকে মহিলা ক্রীড়া সংস্থার সদস্যপদ থেকে অপসারণ করা হয়েছে।

সুত্রঃ প্রথম আলো


শেয়ার করুন

Leave a Comment