চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

Photo of author

By Nahid

শেয়ার করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) উপাচার্য হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ওমর ফারুক ইউসুফকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। শর্ত সাপেক্ষে আগামী চার বছরের জন্য এই দায়িত্বপালন করবেন তিনি। গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ওমর ফারুক ইউসুফকে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শূন্য পদে নিয়োগ করা হলো।’

নিয়োগের শর্ত হিসেবে বলা হয়েছে, ‘ভাইস চ্যান্সেলর হিসেবে তাঁর নিযুক্তির মেয়াদ চার বছর হবে, এ পদে তিনি অবসর–অব্যবহিতপূর্ব পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন, বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন, উপাচার্য হিসেবে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ধারা অনুযায়ী তাঁর দায়িত্বাবলি পালন করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।’

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।


শেয়ার করুন

Leave a Comment