বিইউএফটিতে ভর্তি মেলা শুরু

Photo of author

By Nahid

শেয়ার করুন

বিইউএফটিতে ভর্তি মেলা শুরু

তুরাগস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সকাল ১০টায় শুরু হয়ে মেলা চলবে প্রতিদিন বিকাল ৪টা পর্যন্ত।

মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফফর ইউ. সিদ্দিক এবং বোর্ডের অন্যতম সদস্য, বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, ট্রেজারার, রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্রছাত্রীবৃন্দ।

মেলায় ভর্তির আবেদনপত্র সংগ্রহকারীর জন্য আছে ভর্তি ফী’র উপর ৫০% ওয়েভার, মেধাভিত্তিক টিউশন ফী’র উপর সর্বোচ্চ ৭৫% স্কলারশীপ এবং তাৎক্ষনিক ভর্তিতে আকর্ষনীয় উপহার। উল্লেখ্য, ফল সেমিস্টারের ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ে ৭টি অনুষদের অধীনে ১৫ টি প্রোগ্রাম, ৩টি সার্টিফিকেট কোর্স এবং ১টি ডিপ্লোমা কোর্স চলবে। ভর্তি মেলায় শিক্ষার্থীরা ক্যারিয়ার নিয়ে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী ও ক্যারিয়ার কাউন্সিলরদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন।

সুত্রঃ দৈনিক ইত্তেফাক


শেয়ার করুন

Leave a Comment