মাটির টবে এসেছে সচ্ছলতা

Photo of author

By Nahid

শেয়ার করুন

বর্ষা ঋতু শেষ হয়ে গেলেও এখনো বৃষ্টি হচ্ছে। তাই বৃক্ষপ্রেমীরা অনেকেই এ সময়টাকে গাছ লাগানোর জন্য উপযুক্ত মনে করছেন। তবে এখন সারা বছরই অনেকেই বাসাবাড়িতে গাছ লাগান। এ জন্য দরকার পড়ে টবের। আর এই মাটির টব বিক্রি করে রংপুর সদরের দক্ষিণ মমিনপুর এলাকার শতাধিক পরিবারে সচ্ছলতা এসেছে। প্রতিটি টব ৩ থেকে ৪ টাকায় বিক্রি করা হয়। মাটির টব তৈরি ও বাজারজাতকরণের ছবিগুলো গত বৃহস্পতিবার তোলা।

টব তৈরির জন্য কাদামাটি প্রস্তুত করে রাখা হচ্ছে।
টব তৈরির জন্য কাদামাটি প্রস্তুত করে রাখা হচ্ছে।
পরম যত্নে কাদামাটি দিয়ে মা–মেয়ে টব তৈরি করছেন।
টব তৈরি করে রোদে শুকাতে দেওয়া হচ্ছে।
টব তৈরি করে রোদে শুকাতে দেওয়া হচ্ছে।

ধীরে ধীরে টবগুলো চুল্লি থেকে সরানো হচ্ছে


শেয়ার করুন

Leave a Comment