রোববারের মধ্যে মন্ত্রিপরিষদে যাচ্ছে স্বাস্থ্য সুরক্ষা আইনের খসড়া

Photo of author

By Nahid

শেয়ার করুন

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন। আজ বুধবার সচিবালয়ে
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন। আজ বুধবার সচিবালয়ে

স্বাস্থ্য সুরক্ষা আইনের খসড়া আগামী রোববারের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন। আজ বুধবার বেলা সাড়ে তিনটায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এম এ আকমল হোসেন বলেন, ‘২০১২ সালের স্বাস্থ্য সুরক্ষা আইন ২০২৪ সাল পর্যন্ত গবেষণা আকারে ছিল। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমার চাকরির বয়স হয়েছে মাত্র ২১ দিন। ২১ দিন আগে এসে দেখি, এটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই সচিব জানান, ‘আমলাতান্ত্রিক সিদ্ধান্তের কারণে এটা এত দিন মন্ত্রিপরিষদে যায়নি। প্রধান উপদেষ্টাকে কথা দিয়েছি, দ্রুততম সময়ের মধ্যে এটা মন্ত্রিপরিষদে পাঠিয়ে দেব। রোববারের মধ্যে এই আইন খসড়া আকারে মন্ত্রিপরিষদে যাবে।’

সরকারের এই জ্যেষ্ঠ কর্মকর্তা মনে করেন, ‘স্বাস্থ্য সুরক্ষা আইন ভালো করে দেখতে গেলে অন্তত আরও ১২ মাস সময় লাগবে। আমাদের একজন উচ্চপর্যায়ের কর্মকর্তা দিয়ে কমিটি গঠন করা হয়েছে যেন আগের আইনটাই হুবহু (কপি) না হয় এবং সময়ের চাহিদার সঙ্গে আইনটা হালনাগাদ করা যায়।’


শেয়ার করুন

Leave a Comment