‘শূন্য’ গিলকে কোহলি-পতৌদিদের পাশে বসালেন হাসান

Photo of author

By Nahid

শেয়ার করুন

চেন্নাইয়ে শূন্য রানে ফিরলেন শুবমান গিল। এ বছর এটি তাঁর তৃতীয় ‘শূন্য’
চেন্নাইয়ে শূন্য রানে ফিরলেন শুবমান গিল। এ বছর এটি তাঁর তৃতীয় ‘শূন্য’।

চেন্নাই টেস্টে শূন্য রানে ফিরেছেন শুবমান গিল। এর মধ্য দিয়ে বিরাট কোহলি–মনসুর আলী খান পতৌদিদের সঙ্গে এমন একটি তালিকায় তিনি নাম তুলেছেন, যেটি অবশ্যই তাঁর কাছে অনাকাঙ্ক্ষিত।

আজ সকালের সেশনে গিল ৮ বল খেলে শূন্য রানে আউট হন। হাসান মাহমুদের লেগ সাইডের একটি ডেলিভারি খেলতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন লিটন দাসের গ্লাভসে। অধিনায়ক রোহিত শর্মা আউট হওয়ার পর উইকেটে এসেছিলেন গিল। কিন্তু একমুহূর্তের জন্যও তাঁকে আত্মবিশ্বাসী মনে হয়নি। যতক্ষণ উইকেটে ছিলেন, বাংলাদেশের দুই পেসার হাসান ও তাসকিন আহমেদ তাঁর পরীক্ষা নিয়েছেন। তাঁদের সামলাতে না পেরে দিনের অষ্টম ওভারের তৃতীয় বলে ফেরেন গিল।

২০২৪ সালে টেস্টে এ নিয়ে তৃতীয়বারের মতো শূন্য রানে আউট হলেন গিল। এর মধ্য দিয়ে গিল নাম লিখিয়েছেন কোহলি–মনসুর আলী খান পতৌদিদের এক তালিকায়। এক বছরে ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে ন্যূনতম তিনবার শূন্য রানে আউট হওয়া ষষ্ঠ ব্যাটসম্যান গিল। কোহলি ২০২১ সালে ভারতে অনুষ্ঠিত টেস্টে তিনবার শূন্য রানে আউট হয়েছিলেন। এ তালিকায় আরও আছেন ভারতের সাবেক অধিনায়ক মনসুর আলী খান পতৌদি (১৯৬৯ সাল), দিলীপ ভেংসরকার (১৯৭৯), মহিন্দর অমরনাথ (১৯৮৩) ও বিনোদ কাম্বলি (১৯৯৪)। তবে এ তালিকায় সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়া ব্যাটসম্যান অমরনাথ। তিনি ১৯৮৩ সালে ভারতে অনুষ্ঠিত টেস্টে ৫ বার ‘ডাক’ মেরেছিলেন।

এ বছর এর আগে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে গিল দুবার শূন্য রানে আউট হন। প্রথমবার শূন্য রানে ফেরেন হায়দরাবাদ টেস্টে, পরেরটি রাজকোট টেস্টে। দুটি ইনিংসে কোনো রান করতে না পারলেও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটি ছিল গিলের জন্য দুর্দান্ত। ওই সিরিজে দুটি সেঞ্চুরি আর দুটি ফিফটি ছিল তাঁর।


শেয়ার করুন

Leave a Comment